হার্টবিট ডেস্ক
বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ৪ লাখ ৮১ হাজার ৮৪১ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ লাখ ৫৫ হাজার ৮০৩ জন মানুষ।
রোববার (২৬ ডিসেম্বর) পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য জানা গিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৬৫৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ১৩ হাজার ৯০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ১০ হাজার ৯৭৩ জন।
ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৬৫ জন। মৃত্যু হয়েছে আট লাখ ৩৭ হাজার৭৭৯ জনের।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৬ জনের।
Discussion about this post