হার্টবিট ডেস্ক
দেশের সার্জনদের সবচেয়ে বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া (শাহীন)।
সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবু তাহের। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সারদার আবদুন নাঈম, অধ্যাপক ডা. মো. সানাউল্লাহ শেলি ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. নওশাদ আলী।
এছাড়াও সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. এস এম কামরুল আক্তার সানজু, সাংগঠনিক সম্পাদক পদে ডা. হাফিজ আহমেদ নাজমুল হাকিম ও বৈজ্ঞানিক সম্পাদক পদে ডা. এ জি এম মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. তাওহীদ মোহাম্মদ সাইফুল হোসাইন দীপ, ডা. সৈয়দ মাসুদ রেজা, ডা. মো. নাজমুল হক মাসুম, ডা. মো. মাহবুবুর রহমান কচি, ডা. শাওন শাহরিয়ার, ডা. মো. রাজিবুল হক, ডা. অরুন কুমার পাল।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া মেডিভয়েসকে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘দ্বিতীয় মেয়াদে এত বড় একটি সংগঠনে দায়িত্ব পাওয়া খুবই গর্বের বিষয়। সাথে সাথে আমার উপর যেহেতু দায়িত্ব এসেছে, এটা একটি চ্যালেঞ্জও। নতুন করে কাজগুলো সম্পন্ন করা। সার্জনদের চাহিদা অনুযায়ী কাজ করা ও নতুন চিকিৎসকদের জন্য পোস্ট তৈরি করা। এগুলো আমার জন্য চ্যালেঞ্জও বটে। আগামী দুই বছর খুবই মনোযোগের সাথে কাজগুলো করবো।’
Discussion about this post