হার্টবিট ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় এবং উন্নয়ন ও সহযোগিতামূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কথা জানান তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর অবশ্যই সফল হবে। দুই দেশের মধ্যে চলমান ঘনিষ্ঠ বন্ধন আরো সুদৃঢ় হবে। বর্তমানে মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের চাহিদা রয়েছে। এই উভয় দেশেই চাহিদা মতো বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রেরণ করার উজ্জ্বল সম্ভাবনা ও সুযোগ রয়েছে। তবে এজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের চাহিদা পূরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিরাট অবদান রাখবে।’
Discussion about this post