হার্টবিট ডেস্ক
মডার্না টিকার তৃতীয় এক ডোজ করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডি বৃদ্ধি করে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মডার্না টিকার ৫০ মাইক্রোগ্রামের একটি বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডির পরিমাণ ৩৭ গুণ বৃদ্ধি করে। এটি বুস্টার ডোজের জন্য অনুমোদিত পরিমাণ।
আর বুস্টার ডোজ হিসেবে ১০০ মাইক্রোগ্রাম ব্যবহার করলে তা অ্যান্টিবডির পরিমাণ ৮৩ গুণ বৃদ্ধি করে বলে পরীক্ষায় দেখা গেছে।
এমাসের শুরুর দিকে ফাইজার বায়োএনটেক জানিয়েছিল, তাদের টিকার দুই ডোজ করোনা ভাইরাসের প্রাথমিক ধরনের বিরুদ্ধে যেরকম সুরক্ষা দেয়, তৃতীয় ডোজ নিলে তা ওমিক্রনের বিরুদ্ধে অনুরুপ সুরক্ষা নিশ্চিত করে।
মডার্নার সিইও স্টেফান ব্যানসেল বলেন, তারা শিগগিরই ওমিক্রনের জন্য বিশেষভাবে বুস্টার ডোজ নিয়ে কাজ করা শুরু করবেন।
এর ফলে ওমিক্রনের বিরুদ্ধে লড়তে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা আরও গুরুত্ব পাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বুস্টার ডোজ সংক্রমণ রোধের পাশাপাশি কতদিন পর্যন্ত ইমিউনিটি বজায় রাখে সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।
Discussion about this post