হার্টবিট ডেস্ক
দেশে জাতীয়ভাবে করোনা টিকাদানের দ্বিতীয় দিন টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া দেশে টিকাদান কর্মসূচিতে মোট টিকা নিলেন ৭৭ হাজার ৬৬৯ জন। আর প্রাথমিকভাবে গত ২৭ এবং ২৮ জানুয়ারিতে নেওয়া ৫৬৭ জনকে নিয়ে ৭৮ হাজার ২৩৬ জন মানুষ দেশে করোনাভাইরাসের টিকা নিলেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ টিকা নেওয়া ৪৬ হাজার ৫০৯ জনের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন এবং নারী রয়েছেন ১০ হাজার ৬৬৬ জন। টিকা নেওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১২ হাজার ৮২২ জন, ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৩৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৪৮০ জন, রাজশাহী বিভাগে পাঁচ হাজার ৬৪২ জন, রংপুর বিভাগে পাঁচ হাজার ৫০৩ জন, খুলনা বিভাগে চার হাজার ১৭০ জন, বরিশাল বিভাগে এক হাজার ৫৪৪ জন এবং সিলেট বিভাগে তিন হাজার ৯৫৪ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সোমবার বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত করোনা টিকা নিতে নিবন্ধন করেছেন পাঁচ লাখ ১২ হাজার ৫ জন।
Discussion about this post