ডা. মাওলানা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
নাক দিয়ে পানি ঝরছে, জ্বর জ্বর ভাব, টানা কাশি হচ্ছে, গলায় হয়তো মাফলার জড়িয়ে আছেন, গায়ে চাদর—শীত এলে এ ধরনের দৃশ্য প্রায়ই দেখা যায়।
সর্দি-কাশি বেশ অস্বস্তিকর সমস্যা। অনেকে তো এ সমস্যা থেকে দ্রুত রেহাই পেতে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেন। তবে সর্দি-কাশি হলেই কি অ্যান্টিবায়োটিক খেতে হবে? বা কখন খাওয়া জরুরি?
প্রশ্ন : সর্দি-কাশি প্রতিরোধে করণীয় কী?
উত্তর : সারা বিশ্বেই অ্যান্টিবায়োটিক পরে দেওয়া হয়। খুব প্রয়োজন হলে ব্যবহার করা হয়। না হলে সেগুলো রেজিসটেন্ট হয়ে যায়। সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। দেওয়া উচিত নয়। সাধারণ সর্দি-কাশি আপনা থেকেই ভালো হয়ে যায়। যদি দীর্ঘদিন সমস্যা থাকে, জ্বর থাকে, অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই।
ডা. মাওলানা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ,বাংলাদেশ ইউএস পিপলস হসপিটালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
Discussion about this post