হার্টবিট ডেস্ক
১৯ দিন পর চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৪ নভেম্বর করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪০ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন নগরের এবং ২ জন উপজেলা এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৭১ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৪ হাজার ১৪৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২৪ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post