হার্টবিট ডেস্ক
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি ও কার্ডিয়াক অ্যানেসথেসিওলজি বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ী ও অস্থায়ীভাবে ৫২টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার যুগ্মসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আদিষ্ট হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি ও কার্ডিয়াক এ্যানেসথেসিওলজি বিভাগের জন্য ৫২টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাজস্বখাতে স্থায়ী ও অস্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করেছে।’
এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত ২২টি স্থায়ী পদ এবং ৩০টি অস্থায়ী পদ রয়েছে।
এতে আরও বলা হয়, অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিবের কাছে পাঠানো হয়েছে। এর এক কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর সিনিয়র মহকারী সচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালযয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।
Discussion about this post