হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্মরত তিন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস. এস. বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪৪০০/- বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’
অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন, চমেকের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী মোহাম্মদ মনোয়ারুল করিম, কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুল হোসেন ও ইউরোলজি বিভাগের প্রধান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অব নার্সিং’ এর প্রথম ডিন ডা. মোহাম্মদ মনোয়ার উল হক।
Discussion about this post