হার্টবিট ডেস্ক
কিউলেক্স মশা নিধনে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল (মঙ্গলবার) রাজধানীর গুলশানের নগর ভবনে ডিএনসিসি বহিৰ্ভূত বিভিন্ন সংস্থা ও দফতর প্রধানদের নিয়ে আয়োজিত মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে কিউলেক্স মশার যে ৯২৫টি হটস্পট চিহ্নিত হয়েছে, এর উল্লেখযোগ্য সংখ্যকই ডিএনসিসি আওতার বহিৰ্ভূত।
কিউলেক্স মশা নিধনে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান শুরু করবো।
তিনি আরও বলেন, কারও একার পক্ষেই মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করতে হবে।
ডিএনসিসি মেয়র বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
সভায় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post