হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ৬ জুন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হবে।
গতকাল সোমবার (৬ নভেম্বর) মহাখালীর বিসিপিএস ভবনে আনুষ্ঠানিকভাবে সুবর্ণ জয়ন্তীর সময় গণনা উদ্বোধন করা হয়।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালত অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহম্মদ এবং বিসিপিএসের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বাংলাদেশে চিকিৎসা বিদ্যায় স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। কলেজটি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষজ্ঞ তৈরি করতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে, যারা মেডিকেল শিক্ষক, পরামর্শদাতা এবং বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন।
Discussion about this post