হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএসএমএমইউ ভিসির কার্যালয়ে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ওমিক্রন প্রতিরোধে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও সীমান্তবর্তী এলাকায় বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি। ওমিক্রনের নমুনা (স্যাম্পল) পেলেই জিনোম সিকোয়েন্সিং শুরু করা হবে।’
তিনি বলেন, ‘করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে বুস্টার ডোজ নিতে হবে কি না তা নিয়ে চলমান গবেষণা কার্যক্রম দ্রুত শেষ করা হবে। এরপর বুস্টার ডোজ নিতে হবে কি না সে বিষয়ে জানানো হবে।’
Discussion about this post