হার্টবিট ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্তের ঘটনায় দেশটির সঙ্গে সব ধরনের যোগাযোগের স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিমানবন্দর ও স্থলবন্দরসহ দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদারের জন্য নির্দেশনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে এক অডিও বার্তায় তিনি এসব কথা জানিয়েছেন।
জাহিদ মালেক বলেন, ‘আমরা এই বিষয়ে অবহিত আছি, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টটি খুবই এগ্রেসিভ। এ কারণে সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে। সকল বিমানবন্দর, স্থল বন্দর এখানেও আমরা সতর্ক করেছি। এবং সারা বাংলাদেশে স্বাস্থ্য বিধি পালনে জোরদার ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছি। এ বিষয়ে জেলা পর্যায়েও নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা সবাইকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যারা অন্যান্য দেশ থেকে আসবে তাদের বিষয়ে ও আমরা সচেতন অবস্থানে থাকবো। তারা টিকা পেয়েছে কিনা সেই বিষয়ে আমরা ভালো ভাবে লক্ষ্য রাখবো।’
Discussion about this post