হার্টবিট ডেস্ক
গত শনিবার (২০ নভেম্বর) করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। এর পর দিন ও আজকে ভাইরাসটিতে যথাক্রমে সাত ও দুই জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বেড়েছে শনাক্ত রোগীর হার।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৬৪ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪২শতাংশ।
আজ সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জনই নারী। এর মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে ১ জন করে মারা গেছেন।
একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Discussion about this post