হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ২৮ চিকিৎসককে জুলাই ২০২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা কোর্সে যোগদানের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘জুলাই ২০২১ শিক্ষাবর্ষে সার্জারি অনুষদের ডিপ্লোমা কোর্সে বর্ণিত সরকারি শিক্ষার্থীগণের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নামের পার্শ্বে বর্ণানা অনুযায়ী যোগদান গ্রহণ করা হয়েছে।’
অনুমোদন পাওয়া চিকিৎসকদের মধ্যে ১৬ জন অ্যানেসথেসিওলজি, চারজন অর্থোপেডিকস, তিনজন অটোল্যারিংগোলজি এবং চারজন অবস্ ও গাইনি বিভাগে যোগদান করবেন।
এতে আরও বলা হয়, অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্রাকটিস, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের আগে নাম ফলক, ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সংশ্লিষ্ট সকল বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
Discussion about this post