হার্টবিট ডেস্ক
নতুন সাজে চালু হতে যাচ্ছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘শিশু বহির্বিভাগ’। এক সপ্তাহের মধ্যে এটি চালু হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। শনিবার (২০ নভেম্বর) দুপুরে এ বিভাগটি পরিদর্শন করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
তিনি বলেন, প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর শিশু রোগী আসে এ হাসপাতালে। অন্য সব বিভাগের রোগী ও স্বজনদের চাপে বহির্বিভাগে শিশুদের দেখাতে এসে অভিভাবকদের অনেক কষ্ট করতে হতো। শিশুদের বিনোদনের জন্যও ছিল না তেমন কোনও ব্যবস্থা। সবদিক বিবেচনা করে সম্প্রতি বহির্বিভাগে নতুন সাজে আলাদা করে ‘শিশু বহির্বিভাগ’ চালু করা হচ্ছে।
তে শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন রকমের খেলাধুলার সামগ্রী থাকছে জানিয়ে নাজমুল হক বলেন, দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে শিশুদের জন্য আকর্ষণীয় বিভিন্ন চিত্র। রোগী দেখার জন্য চিকিৎসকদের জন্য রয়েছে ১০/১২টি কক্ষ। আর অপেক্ষায় থাকা রোগী ও স্বজনদের বসার ব্যবস্থাও থাকছে।
হাসপাতালের পরিচালক বলেন, এখানে শুধু শিশুদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। শিশুদের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। যেসব রোগীর ভর্তির প্রয়োজন হবে, তাদের ভর্তি করা হবে। এ বিভাগটি চালু হয়ে যাওয়ার পর শিশুদের চিকিৎসা নিতে আসা রোগীদের আর কষ্ট পেতে হবে না।
Discussion about this post