হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ থাকা সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসক-নার্সসহ সকল কর্মকর্তা কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা আবারও চালুর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২০ নভেম্বর অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।
সংক্রমণ কিছুটা কমে আসায় হাজিরার পূর্ব নিয়ম চালুর নির্দেশনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের ওই নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পরার কারণে সংক্রমণের মাত্রা হ্রাস করণের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বায়োমেট্রিক মেশিনে ইলেকট্রনিক হাজিরা দেওয়া থেকে বিরত রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। তবে বর্তমানে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কর্মরত সকলের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, বায়োমেট্রিক মেশিন কোন কারণে বিকল হয়ে থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে জরুরিভিত্তিতে যোগাযোগ করে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সারাদেশেচিকিৎসা সেবা কার্যক্রম ও চিকিৎসকদের উপস্থিতি মনিটর করতে ইলেকট্রনিক হাজিরা নিশ্চিতকরণের জন্য স্থাপিত বায়োমেট্রিক মেশিন ব্যবহার করা হয়। করোনা সংক্রমণ আগমনের শুরুতেই বায়োমেট্রিক হাজিরা বন্ধ রাখে স্বাস্থ্য বিভাগসহ সকল সরকারি অফিস। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায়ঢ এখন তা আবার চালু হচ্ছে।
Discussion about this post