হার্টবিট ডেস্ক
জানুয়ারি ২০২২ সেশনে অনুষ্ঠেয় এফসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন ও ফি জমা দানের সুযোগ পাবেন প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির কারণে আগামী জানুয়ারি ২০২২ সেশনের এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস মিডটার্ম, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি প্রদানের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)।’
‘নিচে উল্লেখিত তথ্যের আলোকে বর্ধিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস মিডটার্ম, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অংশ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়-ক্ষণ আগামী ২৫ নভেম্বর দুপুর দুইটা পর্যন্ত বাড়ানো হয়েছে।
ফি জমা দেওয়ার পরও যারা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক স্লিপ জমা দিতে পারেননি, তারা একই দিন দুপুর একটার মধ্যে নিম্নে উল্লেখিত শর্ত সাপেক্ষে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ক. কলেজের অর্থ বিভাগের এক হাজার টাকা বিলম্ব ফি জমা দিতে হবে।
খ. অনলাইন রেজিস্ট্রেশন সফটওয়্যারে ব্যাংক রশিদ আপলোপ করার লক্ষ্যে প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে আসতে হবে।
এ ছাড়া অন্যান্য দিনে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের পক্রিয়া অপরিবর্তিত থাকবে বলেও নোটিসে বলা হয়েছে।
রেজিস্ট্রেশন কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ‘দুঃখিত’ বিসিপিএস
একই দিন প্রকাশিত আলাদা নোটিসে টেকনিক্যাল সমস্যার কারণে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বিসিপিএস।
রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ প্রার্থীদের কলেজের পরীক্ষা বিভাগের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জানুয়ারি ২০২২ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস মিডটার্ম, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস ২য় পর্ব (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহণ করার নিমিত্ত যে সকল আবেদনকারী অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন বা পরবর্তী সময়ে সফ্টওয়্যার সম্পর্কিত টেকনিক্যাল সমস্যার কারণে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন না, তাঁদেরকে কলেজের পরীক্ষা বিভাগের মোবাইল নম্বরে (০১৯২১৮৮৪৪৩৮, ০১৯১৪১১৫৫৫৪) যোগাযোগ করে সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
‘সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত’, উল্লেখ করা হয়েছে নোটিসে।
Discussion about this post