হার্টবিট ডেস্ক
দেশে চর্মরোগে আক্রান্তদের চিকিৎসায় আলাদা অত্যাধুনিক একটি ডার্মাটোলজি ইনস্টিটিউট হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, অন্যান্য রোগের মতো দেশে চর্ম ও যৌন রোগের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। চিকিৎসকদেরও দাবি আলাদা একটি ইনস্টিটিউটের।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করার চেষ্টাও চলছে। আটটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ চলছে। সেগুলোতে প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করা হবে। আমরা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট তৈরি করেছি, সেখানেও চর্ম রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
টিকা প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে আমরা ২১ কোটি ডোজ টিকা কিনছি। চলতি মাসে তিন কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। ইতোমধ্যে আমরা ১১ কোটি টিকা হাতে পেয়েছি। আট কোটি টিকা মানুষকে দেওয়া হয়েছে। বর্তমানে দৈনিক ১৫ লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে। আজ থেকে বস্তিবাসীকেও টিকার আওতায় আনা শুরু হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমএমএমইউ) চর্মরোগ ও যৌনব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির জেনারেল সেক্রেটারি ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া প্রমুখ।
Discussion about this post