হার্টবিট ডেস্ক
বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে ১ জন শিশু নিউমোনিয়ায় মারা যাচ্ছে। বাংলাদেশেও প্রতিবছর ৫ বছরের কমবয়সী প্রায় ১২ হাজার শিশু এ রোগে প্রাণ হারাচ্ছে।
রোববার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, পৃথিবীতে ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। শ্বাসতন্ত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ছত্রাক সংক্রমণের ফলে নিউমোনিয়া হয়। নিউমোনিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। তারপরও বিশ্বে প্রতি ৩৯ সেকেন্ডে ১ জন শিশু নিউমোনিয়াতে মারা যায়। বাংলাদেশেও প্রতিবছর ৫ বছরের কমবয়সী প্রায় ১২ হাজার শিশু নিউমোনিয়ার কারণে মারা যায়।
১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া রোগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) শিশু স্বাস্থ্য উন্নয়নে কাজ করে এমন কিছু সংস্থাকে নিয়ে প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শফি আহমেদ, উপ-পরিচালক ডা. প্রবীর কুমার সরকার এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট বিজ্ঞানী ড. সেজুতি সাহা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনারি ফোরামের সভাপতি প্রফেসর আল-আমীন মৃধা, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসিডেন্ট চিকিৎসক ডা. রিজওয়ানুল আহসান, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাকসুদা ইসলাম প্রমুখ।
Discussion about this post