হার্টবিট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৩ জন এবং ঢাকার বাইরে নতুন করে ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (৮ নভেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫২৩ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৩৯ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছর ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৪ হাজার ৭৯৬ জন। তবে এ সময়ে সুস্থ রোগীর সংখ্যাও কম না। গত ১১ মাসে ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৩৯ জন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৫ জন মৃত্যুবরণ করেছেন।
Discussion about this post