হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ জন। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩১ শতাংশ।
শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার (৫ নভেম্বর) জেলায় ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিনও ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরমধ্যে ২ জনই নগরের বাসিন্দা। বাকি ১ জন রাউজান ও হাটহাজারীর।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৯০ জন। বাকি ২৮ হাজার ২৭০ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০২ জনের।
Discussion about this post