হার্টবিট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮৭ জনে। এ সময় আরও ২৪৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৩৩টি করোনা পরীক্ষাগারে ১৮ হাজার ৯৫১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট ১৮ হাজার ৬৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪ লাখ ২৭ হাজার ৮৪৮টি। পরীক্ষায় আরও ২৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৭ জনের মধ্যে পুরুষ চারজন ও নারী তিনজন। তাঁদের মধ্যে পাঁচজন সরকারি হাসপাতালে এবং দুইজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৮৫১ জন পুরুষ (৬৪ দশমিক ০১ ভাগ) ও ১০ হাজার ৩৬ জন নারী (৩৫ দশমিক ৯৯ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২২৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা এক দশমিক ৩২ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৮ ভাগ।
Discussion about this post