হার্টবিট ডেস্ক
বিশ্বে বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে এবং দ্বিতীয়বার এ দেশে করোনা বিপর্যয়ের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ও সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বিশিষ্ট অণুজীববিজ্ঞানী বলেন, ‘করোনাভাইরাসের নিয়মিত মিউটেশন (রূপ বদল) ঘটছে। বাংলাদেশে সংক্রমণ অনেক কমে এসেছে। আমি আগেই বলেছি, বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে। দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা করছি না।’
করোনা ভয়াবহতা থেকে রক্ষায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করে যাচ্ছেন অধ্যাপক বিজন কুমার শীল। স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে মাস্ক পরার প্রতি গুরুত্বারোপ করছেন তিনি।
Discussion about this post