হার্টবিট ডেস্ক
মহামারি করোনাকালীন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৯ হাজার ৪৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
মঙ্গলবার (২ নভেম্বর) সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ হাজার ৪৫৩ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন তিন হাজার ১২৭ জন, নার্স দুই হাজার ২৯০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৭৩ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২৯ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ৩১ জনের। সুস্থ ২১১ জন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬।
Discussion about this post