হার্টবিট ডেস্ক
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ইউনিট।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এ এফ এম জাহিদুল ইসলাম প্রমুখ।
আরও ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজে ইউনিটের উপদেষ্টা ডা. এ ইউ এম সলিমুল্লাহ , সভাপতি মো. রোমানুল ইসলাম, সহ-সভাপতি মো. আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক তাসনোভা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম আসিফা প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সন্ধানী। এরমধ্যে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তাদাতা ও মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধদের মুঠোফোনে শুভেচ্ছাস্বরূপ ক্ষুদেবার্তা প্রেরণ ও নগরীর চকবাজার এলাকায় স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ ছাড়া আগামীকাল বুধবার পথশিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে পথশিশু সংগঠন চারুলতায় হেলথ ক্যাম্প আয়োজন, বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান ও মোটিভেশন প্রোগ্রাম, শুক্রবার সন্ধানীর কার্যালয়ে স্বল্প খরচে হেপাটাইটিস ও টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম, শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে মরণোত্তর চক্ষুদান সম্পর্কিত সেমিনার এবং ভ্যাক্সিনেশন মোটিভেশান প্রোগ্রাম, রোববার মনোলগ উদ্বোধন অনুষ্ঠান এবং সোমবার মেন্সট্রুয়াল হেলথ সম্পর্কিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Discussion about this post