হার্টবিট ডেস্ক
৫ বছর বয়সী শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ অক্টোবর) এ অনুমতি দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুরা ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা পাবে। প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু করোনার এ টিকা পাবে। এদের মধ্যে অনেকেই সশরীরে স্কুলে যেতে শুরু করায় ভাইরাস সংক্রমণের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্রে এখনই শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে না। ডোজ কীভাবে দেওয়া উচিত সে সম্পর্কে এখনো মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি উপদেষ্টা দলের আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।
ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শনিবার (৩০ অক্টোবর) থেকেই ফার্মেসি, শিশু বিশেষজ্ঞদের কার্যালয়সহ বিতরণকারী বিভিন্ন জায়গায় টিকা পাঠানো শুরু করবে।
দেশটিতে ১২ বছরের বেশি বয়সীদের ৩০ মাইক্রোগ্রামের সাধারণ ডোজ দেওয়া হচ্ছে, পাঁচ বছরের শিশুদের দেওয়া হবে ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ।
Discussion about this post