হার্টবিট ডেস্ক
রাজধানীর কোরিয়ান সুপার স্পেশালাইজড হাসপাতালের নতুন উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব।
শনিবার (২৩ অক্টোবর) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুবকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়ত্ব হিসেবে কোরিয়ান সুপার স্পেশালাইজড হাসপাতালের উপ-পরিচালক পদের দায়িত্ব প্রদান করা হলো।’
‘এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে,’ বলা হয় অফিস আদেশে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান বা ডিভিশন প্রধান, বিএসএমএমইউর হাসপাতাল পরিচালক, কোরিয়ান সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post