হার্টবিট ডেস্ক
প্রতি চারজনে একজন স্ট্রোক আক্রান্ত বলে জানিয়েছেন নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা।তারা বলেন, সচেতনতার মাধ্যমে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। স্ট্রোকের লক্ষ্মণ দেখার ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে হাসপাতালের স্ট্রোক ইউনিটে নি যাওয়ার পরামর্শ দেন তারা।
আজ বুধবার (২৭ অক্টোবর) স্ট্রোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন চিকিৎসকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ডিএমসির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অ্যানেস্থশিয়ার অধ্যাপক ডা. মো. মোজাফফর হোসেন, ঢামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেবেশ চৌধুরী তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্রোকের আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ। এ থেকে সুরক্ষার জন্য দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্ট্রোকে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা মাত্রই ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। তাহলেই আমরা চিকিৎসার মাধ্যমে তাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চেষ্টা করতে পারব। বিশ্বব্যাপী ৮ কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
বক্তারা আরও বলেন, মস্তিষ্কে রক্ত চলাচল কমে গেলে ও অক্সিজেনের ঘাটতি দেখা দিলে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে। একে স্ট্রোক বলা হয়। স্ট্রোক দুই প্রকার। একটিকে বলে ইসকেমিক স্ট্রোক। এক্ষেত্রে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়। সাধারণত রক্তনালীর ভেতর জমাট বাঁধা রক্তপিণ্ড এ সমস্যা করে থাকে। মোট স্ট্রোকের ৮০ শতাংশই এ ধরনের স্ট্রোক।
Discussion about this post