হার্টবিট ডেস্ক
দেশের সাধারণ জনগণের জন্য সূলভ মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ধানমন্ডিতে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষায়িত স্বয়ংসম্পূর্ণ নিউরো-স্পাইন ও সার্জারি ইউনিট চালু করা হয়েছে। আর এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের বিশিষ্ট নিউরোসার্জন অধ্যাপক ডা. এমএইচ শাহরিয়ার সাবেত।
রোববার (২৪ অক্টোবর) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অধ্যাপক ডা. এমএইচ শাহরিয়ার সাবেত ২০ বছরের বেশি সময় ধরে নিউরোসার্জারি সংক্রান্ত বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি ও স্টেইট ইউনিভার্সিটি অব নিউইর্য়কে প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্রেইন ও স্পাইল সার্জন (মস্তিষ্ক ও মেরুদণ্ড-শল্য চিকিৎসক)।
এতে আরও বলা হয়েছে, গণস্বাস্থ্যে সর্বাধুনিক যন্ত্র যেমন- জ্যাসিস মাইক্রোস্কোপসহ (যার মূল্য প্রায় ২ কোটি টাকা) অন্যান্য যন্ত্রের সাহায্যে বিভাগ সাজানো হয়েছে। এখানে ব্রেইন ও স্পাইনের টিউমার, স্ট্রোক সার্জারি, এছাড়া ব্রেইন ও মেরুদণ্ডের সব ধরনের অপারেশন করে থাকেন।
ডা. শাহরিয়ার বর্তমানে নিয়মিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে রোগী দেখেন ও অস্ত্রোপ্রচার করছেন। এছাড়াও প্রতি সোমবার সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল হাসাতালেও রোগী দেখেন। তিনি দেশি ও বিদেশি জার্নালে বৈজ্ঞানিক প্রকাশনা এবং বৈজ্ঞানিক কর্মশালায় যোগদান করে বাংলাদেশের নিউরোসায়েন্সের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রেক্ষিত সম্পর্কে অবহিত করেন।
Discussion about this post