হার্টবিট ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফার্মাকোলজির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন উর রশীদ।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রাজশাহী মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্য সেবার সনদ গ্রহণ করা ডা. মামুন উর রশীদ ছিলেন রামেকের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।
গত ১১ অক্টোবর তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ অক্টোবর তাঁর কোভিড নেগেটিভ আসে।
তবে আজ সকাল সাড়ে ছয়টার দিকে করোনা পরবর্তী জটিলতায় সেখানেই মারা যান তিনি।অধ্যাপক ডা. মামুন উর রশীদ তিনি দুই ছেলে সন্তানের জনক। তাঁর স্ত্রী ডা. রোখসানা রাজশাহীর স্বনামধন্য পাথোলজিস্ট।
Discussion about this post