হার্টবিট ডেস্ক
লিভার ফেইলিউর লিভারের সবচাইতে জটিল সমস্যাগুলোর একটি। লিভার ফেইলিউরে মৃত্যুর ঝুঁকি একিউট ও ক্রনিক লিভার রোগের ক্ষেত্রে একেক রকম। কিন্তু কোন ক্ষেত্রেই তা বিন্দুমাত্র কম আশঙ্কার নয়।
একিউট লিভার ফেইলিউরে যেখানে মৃত্যুর ঝুঁকি ষাট শতাংশ বা তার কাছাকাছি, ক্রনিক ফেইলিউরের ক্ষেত্রেও তা পঞ্চাশের আশপাশে থাকে।
এখন পর্যন্ত লিভার ফেইলিউরের সবচেয়ে বড় চিকিৎসা লিভার ট্রান্সপ্ল্যানটেশন। তবে নানা কারণেই তা এখনো অনেক জটিল। ট্রান্সপ্ল্যানটেশন করতে হলে আত্মীয়ের মধ্যে একজন ডোনারের প্রয়োজন হয়, যা জোগাড় করা সবসময় সম্ভব নয়। বিশেষ করে এটি একিউট লিভার ফেইলিউরের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য, কারণ এক্ষেত্রে সময় পাওয়া যায় খুবই কম।
স্টেম সেল থেরাপি এসব ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। বাংলাদেশে অবশ্য স্টেম সেল থেরাপির কনসেপ্টটি একবারেই নতুন, বিশেষ করে লিভার ফেইলিউরের চিকিৎসায় তো বটেই।
বিষয়টি নিয়ে কাজ করছেন দেশের চিকিৎসাখাতের সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নবগঠিত ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
কয়েক বছর ধরে ক্রনিক এবং একিউট অন ক্রনিক লিভার ফেইলিউরের রোগীদের গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর (জিসিএসএফ) ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা করে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছেন তিনি।
তিনি জানান, জিসিএসএফ এমন একটি ওষুধ, যা ব্যবহার করা হলে রক্তে স্টেম সেলের সংখ্যা বহুশত গুণে বেড়ে যায়। ওই স্টেম সেলগুলোই প্রবাহিত রক্তের মাধ্যমে টার্গেট অর্গানে পৌছে এটির রিজেনারেশনে সাহায্য করে।
অধ্যাপক মামুন আল মাহতাব বলেন, এখন রক্ত থেকে জিসিএসএফ প্রয়োগের ফলে বেড়ে যাওয়া স্টেম সেলগুলোকে বিশেষ পদ্ধতিতে আলাদা করে আল্ট্রাসনোগ্রাফির সাহায্য নিয়ে ওই স্টেম সেলগুলো সরাসরি পোর্টাল ভেইন দিয়ে লিভারে ইংজেক্ট করা হয়।
‘স্টেম সেলগুলো আক্রান্ত অর্গান অর্থাৎ লিভারের যত কাছাকাছি এবং সরাসরি প্রয়োগ করা যাবে, তাতে সাফল্যের সম্ভাবনাও ততই বেশি। আর তাই এদেশে লিভার ফেইলিউরের চিকিৎসায় স্টেম সেল থেরাপি শুধু প্রথমবারের মতো চালু করার জন্যই নয়, বরং লিভারে তা প্রয়োগের অভিনবত্বের জন্যও এদেশের কৃতী হেপাটোলজিস্টরা প্রশংসার দাবীদার’, যোগ করেন তিনি।
দেশের প্রখ্যাত এ হেপাটোলজিস্ট জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন কোটি লোক হেপাটাইটিস ‘বি’, ‘সি’ কিংবা ফ্যাটি লিভারের মতো জটিল লিভারের রোগে আক্রান্ত। পাশাপাশি হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’র মতো একিউট হেপাটাইটিস ভাইরাসগুলোর প্রকোপও এদেশে যথেষ্টই। প্রকাশিত তথ্য-উপাত্ত অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় বিশ হাজার লোক লিভার ফেইলিউরে মৃত্যুবরণ করেন। আশা করা যায় এই নতুন আশা জাগানিয়া স্টেম সেল থেরাপি ভবিষ্যতে অনেক অসহায় রোগীকেই মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনবে।
এর মাধ্যমে সাধারণত ব্যাপক উপকৃত হওয়ার বিষয়ে আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আশা করা যায়, বিএসএমএমইউর বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এই ধরনের নতুন নতুন গবেষণার উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে সামনের দিনগুলোতে আরো মর্যাদার জায়গায় নিয়ে যাবে। পাশাপাশি এ ধরনের রোগী বান্ধব এবং বাস্তবধর্মী গবেষণায় আমাদের জনগণও সরাসরি উপকৃত হবেন।’
Discussion about this post