হার্টবিট ডেস্ক
শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে সরাসরি চাপ দিচ্ছে জাপান।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনায় এক প্রশ্নের জবাবে ঢাকায় নিয়োগপ্রাপ্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো একথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না।
তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে সহায়ক পরিবেশ থাকা জরুরি উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত বলেন, সেখানে সেনা অভ্যুত্থানের কারণে খুব শিগগির রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে।
ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ যেকোনো জায়গা থেকেই ঋণ নিতে পারে। তবে তা যেন টেকসই, স্বচ্ছ এবং বাংলাদেশের কাজে লাগে তা মাথায় রাখতে হবে।
এছাড়া জাপান করোনার আরও ভ্যাক্সিন দেবে বলে জানান এই রাষ্ট্রদূত। নভেম্বর নাগাদ টিকা কোভ্যাক্সের আওতায় আসবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত জুলাই ও আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ টিকা জাপান বাংলাদেশকে উপহার দিয়েছে।
Discussion about this post