হার্টবিট ডেস্ক
আজ বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব থ্রম্বোসিস দিবস। এবার ‘থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার সমস্যার ব্যাপারে সজাগ থাকা’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে।
এ উপলক্ষে সকালে বিএসএমএমইউ ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রোগটি সম্পর্কে সবার সচেতনতা দরকার। একই সাথে চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিভাগের সমন্বয়ে বিশেষায়িত ক্লিনিক গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় অসুস্থ বা অস্ত্রোপচারের কারণে শয্যাশায়ীদের ক্যানসার এবং অন্য কোনো উচ্চ ঝুঁকিপূর্ণ রোগ থাকলে ডিভিটি হবার আশঙ্কা বেশি থাকে। জমাট বাঁধা রক্তের অংশ রক্তের সাথে পরিবাহিত হয়ে ফুসফুসের রক্তনালীতে আটকে ফুসফুসের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে পালমোনারি এম্বোলিজম করতে পারে এবং মৃত্যুও ঘটাতে পারে।’
বিএসএমএমইউর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান ও গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post