হার্টবিট ডেস্ক
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান ও ডা. শাহজাদা সেলিম। আজ শনিবার (৯ অক্টোবর) এ ফলাফল ঘোষণা করা হয়।
সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. শাহজাদা সেলিম বিকেলে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিইএসের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. জাফর এ লতিফ এবং নির্বাচন কমিশনার ডা. অধ্যাপক এমএ মান্নান ও ডা. অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ স্বাক্ষরিত ওই ফলাফলে নির্বাচিতরা হলেন:
১. অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান-সভাপতি
২. অধ্যাপক ডা. মুহাম্মদ হাফিজুর রহমান (পরবর্তী সেশনের জন্য সভাপতি নির্বাচিত),
৩. ডা. ফারিয়া আফসানা-সহসভাপতি
৪. অধ্যাপক ডা. মো. আজিজুল হক-সহসভাপতি
৫. ডা. মো. ফিরোজ আমিন-সহসভাপতি
৬. ডা. শাহজাদা সেলিম-সাধারণ সম্পাদক
৭. ডা. আবুল বাশার মোহাম্মদ কামরুল হাসান-যুগ্মসম্পাদক
৮. ডা. নাজমুল কবির কোরেশি-কোষাধ্যক্ষ
৯. ডা. তানজিনা হোসাইন-সাংগঠনিক সম্পাদক
১০. অধ্যাপক ডা. সমির কুমার তালুকদার-যুগ্ম সাংগঠনিক সম্পাদক
১১. অধ্যাপক ডা. এএইচএম আকতারুজ্জামান-যুগ্ম সাংগঠনিক সম্পাদক
১২. ডা. মোহাম্মদ আবদুল হান্নান (তারেক)-যুগ্ম সাংগঠনিক সম্পাদক
১৩. ডা. মোহাম্মদ শাহ আলম-যুগ্ম সাংগঠনিক সম্পাদক
১৪. ডা. আহমেদ সালাম মীর-প্রকাশনা সম্পাদক
১৫. ডা. তাহনিয়াহ হক-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
১৬. ডা. এম সাইফুদ্দিন-বিজ্ঞান ও গবেষণা সম্পাদক
১৭. ডা. মারুফা মুশতারি-অফিস সম্পাদক
১৮. অধ্যাপক ডা. লায়েক আহমেদ খান-সদস্য
১৯. অধ্যাপক ডা. এম এ হাসানাত-সদস্য
২০. ডা. এম এ সামাদ-সদস্য
২১. ডা. কাজী আলী হাসান-সদস্য
২২. ডা. আহসানুল হক আমিন-সদস্য
২৩. ডা. সুলতানা মারুফা শেফিন-সদস্য
২৪. ডা. মোহাম্মদ রিপন-সদস্য
২৫. ডা. এস এম মহিউদ্দিন-সদস্য
২৬. ডা. মির্জা শরিফুজ্জামান-সদস্য
২৭. ডা. আফসার আহমেদ-সদস্য
নবনির্বাচিত এ কমিটি ২০২১-২২ সেশনের জন্য সোসাইটির কার্যক্রম পরিচালনা করবে।
Discussion about this post