হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে কোনও করোনা রোগিই শনাক্ত হয়নি। তবে একই সময়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৮ জন মারা গেলেন। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে এক হাজার ২৬ জনের মৃত্যু হয়।
হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১৪ জন হাসপাতাল ছেড়েছেন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৭ টি নমুনা পরীক্ষায় কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২১৭ জন।
Discussion about this post