হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৬৯৪ জন।
শুক্রবার (০৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৩৭ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরের প্রথম ৮ দিনে ১৪৯৭ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৮৪১ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭২৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫৭ জন।
এই বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন।
Discussion about this post