হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে বিনামূল্যে স্তন ক্যানসার শনাক্তকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।
‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে ‘পরাজিত হোক ক্যানসার, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায়’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্তন ক্যানসার চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।’
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুল বারী, অধ্যাপক ডা. সাওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, সহকারী প্রক্টর ডা. নাজির উদ্দিন মোল্লা, ডা. মো. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post