হার্টবিট ডেস্ক
করোনা এবং ডেঙ্গুর মধ্যেই শিশুদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়েছে এখন আবার ডায়রিয়া। আবহাওয়া পরিবর্তনে জ্বর ও সর্দি-কাশির সঙ্গে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে শিশুর প্রতিদিনকার খাবার নিরাপদ রাখার পাশাপাশি এমন সময় জ্বর কিংবা অন্য যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
পাঁচ বছর বয়সী শিশুর হঠাৎ করেই তীব্র জ্বর ও বমি। একদিন পর শুরু হয় পাতলা পায়খানা। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় শিশুটিকে ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। আর জ্বর ছিল প্রায় ১০৪ ডিগ্রির মতো।
একদম নিস্তেজ হয়ে গেছে। উঠে বসবে সে শক্তিও ছিল না তার। অসুস্থতার শুরু জ্বর দিয়ে। এরপর একদিনের ব্যবধানে পাতলা পায়খানা। স্যালাইন খাওয়ালেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গাজীপুর থেকে শিশুটিকে নিয়ে আসা হয় ঢাকা শিশু হাসপাতালে।
চিকিৎসকরা বলছেন, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়ছে শিশু স্বাস্থ্যে। গরমে খাবার দ্রুত নষ্ট হওয়ায় সেই খাবার খেয়েই অসুস্থ হচ্ছে শিশুরা। এ প্রসঙ্গে ডা. তানজিলা ফারহানা বলেন, অনেক গরম পড়ছে। খাবারের কারণেও এমনটা হতে পারে। বাসী খাবার খাওয়ার ফলে ডায়রিয়াটা বেশি হচ্ছে তাদের এখন।
এমন পরিস্থিতি এড়াতে শিশুর খাবার যাতে নষ্ট না হয় সেদিকে আরও মনোযোগী হতে অভিভাবকদের প্রতি পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শফি আহমেদের। তিনি বলেন, শিশুদের বিশুদ্ধ খাবার খাওয়াতে হবে। বাসী খাবার দেওয়া যাবে না। বাইরের খাবারও পরিহার করাতে হবে। শিশুর যে কোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।
Discussion about this post