হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় ১৬৩ জনের নমুনা পরীক্ষা করে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। জেলায় করোনায় মোট মারা গেছেন ২৯০ জন।
সোমবার (০৪ অক্টোবর) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬৫২ জনের। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৩১ জন। এক দিনে সুস্থ হয়েছেন তিনজন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩১ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৭ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন।
Discussion about this post