হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ৫২ শতাংশ।এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৮৫০ জন। এইদিন করোনায় কারও মৃত্যু হয়নি চট্টগ্রামে।
সোমবার (৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫ জন, আরটিআরএল ল্যাবে ২ জন, শেভরণ ল্যাব, মেডিক্যাল সেন্টার ও এপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষায় একজন করে শনাক্ত হয়।
এছাড়া অ্যান্টিজেন টেস্টে ২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তবে ল্যাব এইডে এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১টি করে নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২১ জন এবং উপজেলায় ৪ জন।
Discussion about this post