হার্টবিট ডেস্ক
ডেঙ্গু, করোনার মতো জ্বরে আক্রান্তের ঘটনা এখন প্রতিদিনই বাড়ছে। প্রতিনিয়ত এমন রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেণি পর্যন্ত সব শিশুকে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েডের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ শাহাবউদ্দিন খান বলেন, সেপ্টেম্বরের প্রথম দিকে এই টিকা দেওয়া হবে।
জানা গেছে, টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে।
Discussion about this post