হার্টবিট ডেস্ক
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জুলাই-২০২৫ শিক্ষাবর্ষের এমডি রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-‘এ’ ক্লিনিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। চিকিৎসা অনুষদের অধীনে এই পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ ও সময়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এমডি মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রামের ফেজ-‘এ’ পরীক্ষা বিএসএমএমইউর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।’ আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, অধ্যক্ষ, পরিচালক সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
সূচি অনুযায়ী, চর্ম ও যৌন রোগবিদ্যা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুলাই ২০২৫, সকাল ১১টায়। পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৫ জন পরীক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের শ্রেণিকক্ষে (কক্ষ নং ১৭১৮)।
অন্যদিকে, সন্ধিবাত ও অস্থিরোগ বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছে ১৬ জুলাই ২০২৫, সকাল ৯টায়। এতে অংশগ্রহণ করবেন ২ জন পরীক্ষার্থী। পরীক্ষা হবে সন্ধিবাত বিভাগের তলা-১৭, ব্লক-ডি, কক্ষ নং ১৭১৮-এ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বিষয়ের ক্লিনিক্যাল পরীক্ষা একাধিক দিনে অনুষ্ঠিত হবে, সেইসব ক্ষেত্রে পরীক্ষার্থীদের নির্দিষ্ট দিনে পরীক্ষা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা আহ্বায়ক রোল নম্বর অনুযায়ী জানিয়ে দেবেন এবং যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
Discussion about this post