হার্টবিট ডেস্ক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন শিশু, অপর দুজন পুরুষ। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ১২০ জনই বরিশালের। অন্যান্য এলাকার মধ্যে চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৫, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ ও সিলেটে বিভাগে একজন।
হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট তেরো হাজার ১৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭৭ জন। চলতি বছরে মোট সুস্থ হয়েছেন এগারো হাজার ৭৮৬ জন। সারাবছরে আক্রান্তদের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগে আক্রান্ত হয়েছেন মোট পাঁচ হাজার ৬৯৭ জন।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন একলাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
Discussion about this post