হার্টবিট ডেস্ক
রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে গতকাল বুধবার (১৪ মে) দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) সকালে কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১৩ মে) দুপুরে ডিপ্লোমার সঙ্গে বিএসসি নার্সিং শিক্ষার্থীদের দুই পক্ষের মারামারি হয়। ওই ঘটনার পর থেকে বন্ধ ঘোষণা আছে কলেজটি।
নোটিশে বলা হয়েছে, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগের দিন ডিপ্লোমা ও বিএসসি নার্সিং শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতেই কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন গণমাধ্যমকে বলেন, ‘১৬ মে ভর্তি পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়! আমি মোকাবিলা করতে পারছি না। সে জন্য সমন্বয় করে আমি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা তাঁদের বিএর সমমান দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছেন। পৃথক দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে ভুল বোঝাবুঝি থেকে মঙ্গলবার দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এর জের ধরে কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
Discussion about this post