হার্টবিট ডেস্ক
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জুলাই-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর এমডি ও এমএস (নন-রেসিডেন্সি) কোর্স পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আজ বুধবার (৭ মে) শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ২৮ মে পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে ১২ থেকে ১৭ জুলাই।
গত মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই-২০২৫ সেশনের স্নাতকোত্তর কোর্স পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক ছাত্রছাত্রীদের আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফিস জমা প্রদান সম্পর্কিত যাবতীয় নিয়মাবলী উল্লেখ করা হলো।’
বিজ্ঞপ্তি অনুযায়ী, নন-রেসিডেন্সি এমডি ও এমএস কোর্সের প্রথম, দ্বিতীয় ও ফাইনাল পর্বের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ জুলাই। পরীক্ষায় অংশ নিতে ৭ মে থেকে ২৮ মে পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
Discussion about this post