হার্টবিট ডেস্ক
কিডনি রোগী কল্যাণ সংস্থা মেডিকেল কমপ্লেক্সের প্রথম প্রকল্প কেপিডাব্লিউএ–এম এ মালেক ডায়ালাইসিস সেন্টার নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদক বিজয়ী, লায়ন এম এ মালেককে আনুষ্ঠানিক অবগতি উপলক্ষে আয়োজিত সভা গত ৩০ জুলাই (রবিবার) দৈনিক আজাদী কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম জাহেদুল হকের সভাপতিত্বে সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক কনভেনার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. বজলুর রশিদ মিন্টু জয়েন্ট কনভেনার, সংস্থার সভাপতি এস এম জাহেদুল হক মেম্বার সেক্রেটারি এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছকে সমন্বয়কারী করে নিজস্ব ভূমি ও কেপিডাব্লিউএ–এম এ মালেক ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন সাব–কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম আবুল মোবারক, সমাজ সেবক জাহাঙ্গীর আলম চৌধুরী সাকিল ও টিভি ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব।
প্রধান অতিথির বক্তব্যে সংস্থার প্রধান উপদেষ্টা এম এ মালেক বলেন, চট্টগ্রামে কিডনি বিকলের উন্নত কোনো চিকিৎসা নেই বললেই চলে, ফলে ধনী শ্রেণীর রোগীদের কাছে উন্নত চিকিৎসার জন্য বিদেশই একমাত্র ভরসা। অপরদিকে হতদরিদ্র জনগোষ্ঠীর মানুষ অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছে। উচ্চ ও মধ্যবিত্তদের চিকিৎসা সেবার উপর রয়েছে অন্তহীন অভিযোগ। ফলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থায় রাষ্ট্রীয়ভাবে আমূল সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেন। চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমানো এবং সাধ্যের মধ্যে সবার জন্য সুস্বাস্থ্য ও উন্নত চিকিৎসার সমন্বয়ে এক ব্যতিক্রমি প্রতিষ্ঠান হতে পারে কিডনি রোগী কল্যাণ সংস্থা মেডিকেল কমপ্লেক্সের কেপিডাব্লিউএ–এম এ মালেক ডায়ালাইসিস সেন্টার।
দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও কেপিডাব্লিউএ–এম এ মালেক ডায়ালাইসিস সেন্টার সাব–কমিটির কনভেনার ওয়াহিদ মালেক বলেন, দৈনিক আজাদী পরিবার পূর্বপুরুষ থেকে যুগে যুগে মানুষের কল্যাণে ভালো উদ্যোগের সাথে সম্পৃক্ত ছিল এবং আছে। কিডনি রোগী কল্যাণ সংস্থা মেডিকেল কমপ্লেক্সের প্রথম প্রকল্প কেপিডাব্লিউএ–এম এ মালেক ডায়ালাইসিস সেন্টার ধনী–গরীব নির্বিশেষে স্বাস্থ্য সেবায় সকলের সামর্থের মধ্যে মানসম্পন্ন চিকিৎসায় অসামান্য অবদান রাখবে।
Discussion about this post