হার্টবিট ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়াতে আলাদা স্থানে তাদের চিকিৎসার জন্য ‘ডেঙ্গু কর্নার’ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতালের পুরনো ভবনের আন্ডারগ্রাউন্ডে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার স্থানে ৮০টি শয্যার মাধ্যমে ডেঙ্গু কর্নার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত সোমবার (৩১ জুলাই) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের পুরাতন ভবনের আন্ডারগ্রাউন্ডে করোনা টিকা দেওয়ার স্থানে ৮০টি শয্যা দিয়ে ডেঙ্গু কর্নার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ১০ তলা নতুন ভবনের ছয় থেকে আট তলা পর্যন্ত সাধারণ মেডিসিন রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের চাপ এত বেশি যে বিছানা তো দূরের কথা হাসপাতালের মেঝে, লিফটের আশপাশে, সিঁড়ির আনাচে-কানাচে খালি জায়গায় রোগী রোগীদের চিকিৎসা ব্যবস্থা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Discussion about this post