হার্টবিট ডেস্ক
শনিবার (১৫ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ই-ব্লকে নতুন করে আরও ১৪ শয্যার ডেঙ্গু কর্নার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ডেঙ্গু কর্নারে শয্যার সংখ্যা মোট ৫০টিতে উন্নীত হলো।
এসময় উপাচার্য জানান, সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় আজকে ই-ব্লকে ডেঙ্গু কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে।
তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে বিএসএমএমইউয়ে ভর্তি রয়েছে ৩১ জন রোগী। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ বছর ডেঙ্গুর ধরনটা একটু ভিন্ন। দেখা যাচ্ছে, ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিকের সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এরকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে, কিন্তু ডেঙ্গু হলেই সব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে এমনটা কিন্তু নয়।
উপাচার্য আরও বলেন, এখন আমাদের সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন ও কাজ করতে হবে। নিজের ঘর নিজে পরিষ্কার রাখবো। ছাদ পরিষ্কার রাখবো। কোথাও পানি জমতে দেবো না, প্লাস্টিকের পাত্রে পানি জমার সুযোগ দেবো না। স্কুলের ছাত্রছাত্রীদের ফুল হাতা, ফুল পা জামা ও মোজা ব্যবহার করতে হবে। স্কুল কলেজ পরিষ্কার রাখতে হবে। বাসায় সবাইকে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
Discussion about this post