হার্টবিট ডেস্ক
আগের মতো এখন আর শুধু পরিস্কার পানিতেই নয়, ময়লা আবর্জনা থেকে শুরু করে লোনা পানিতেও জন্মায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা। কারণ, পাল্টে গেছে এডিস মশাদের জীবন চক্র।
এদিকে, গেলো কয়েক বছরের তুলনায় এবার ভয়াবহ রূপ নিয়েই হাজির হয়েছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালে রোগী বেড়েছে তিনগুণ। জুলাইয়ে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
চিকিৎসকরা বলছেন, এবার শিশুদের আক্রান্তের হার বেশি। আর দ্বিতীয়বার আক্রান্ত রোগীদের জটিলতাও বাড়ছে। শক সিনড্রোম নিয়ে ভর্তি হবার সংখ্যাও বাড়ছে।
গেলো বছর জুন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো হাজারের উপরে। এবার সব রেকর্ড ভেঙ্গে জুন শেষ না হতেই রোগীর সংখ্যা দাড়িয়েছে প্রায় তিন হাজার আটশ’। আর এ বছর মৃত্যু ৩৪ জন।
হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভীড়। মুদগায় ডেঙ্গু রোগীর জন্যই করতে হয়েছে তিনটি ইউনিট। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এবার দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীর সংখ্যাটাই বেশি। বেশিরভাগ রোগী নানা সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে। রোগীদের রক্তচাপ কমে যাচ্ছে।
ডায়রিয়া নিয়েও ভর্তি হচ্ছে অনেকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, নানাবিধ জটিলতা তৈরি হবার কারণে জুনে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যু অনেক বেড়ে গেছে।
গবেষনায় দেখা গেছে, এখনকার এডিস মশারা ময়লা পানি এমনকি সমুদ্রের লোনা পানিতেও জীবন ধারণ করতে পারে। এখানেই শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, এডিস মশার চরিত্র বদলে গেছে। এই দেশের নোংরা পরিবেশের সঙ্গেও নিজেদের মানিয়ে নিয়েছে।
Discussion about this post